বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরো প্রায় ৪ হাজার মানুষের প্রাণ কেড়েছে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)। একই সময়ে নতুন করে আরো প্রায় আড়াই লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা প্রায় ৯ লাখ ৬৫ হাজার ছাড়াল। সরকারি হিসেবে, মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি সোয়া ১২ লাখ ছাড়িয়েছে।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ২১ সেপ্টেম্বর, সোমবার সকাল ১০টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৩ কোটি ১২ লাখ ৩১ হাজার ৪৭৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৯ লাখ ৬৫ হাজার ৬৫ জন ইতোমধ্যে মারা গেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ২৮ লাখ ২২ হাজার ২৬০ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭৪ লাখ ৪৪ হাজার ১৫০ জন করোনারোগী, যাদের মধ্যে ৬১ হাজার ২৩৮ জনের অবস্থা গুরুতর।
মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ৭০ লাখ ৪ হাজার ৭৬৮ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ লাখ ৮৫ হাজার ৬১২ জনের শরীরে এখন পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৪৫ লাখ ৪৪ হাজার ৬২৯ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ১১ লাখ ৩ হাজার ৩৯৯ জন ও কলম্বিয়ায় পঞ্চম সর্বোচ্চ ৭ লাখ ৬৫ হাজার ৭৬ জনের কোভিড-১৯ ধরা পড়েছে।
শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো— পেরু (৭ লাখ ৬২ হাজার ৮৬৫ জন), মেক্সিকো (৬ লাখ ৯৭ হাজার ৬৬৩ জন), দক্ষিণ আফ্রিকা (৬ লাখ ৬১ হাজার ২১১ জন), স্পেন (৬ লাখ ৫৯ হাজার ৩৩৪ জন) ও আর্জেন্টিনা (৬ লাখ ৩১ হাজার ৩৬৫ জন)।
কোভিড-১৯ মহামারীর প্রাণহানিতেও শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৪ হাজার ১১৮ জনে দাঁড়িয়েছে। ব্রাজিলে দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৩৬ হাজার ৮৯৫ জন মানুষের মৃত্যু হয়েছে। ভারতে মারা গেছেন তৃতীয় সর্বোচ্চ ৮৭ হাজার ৯০৯ জন। এছাড়া মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ৭৩ হাজার ৪৯৩ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৪১ হাজার ৭৭৭ জনের প্রাণ কেড়েছে করোনা।
এ হিসেবে শীর্ষ দশে রয়েছে— ইতালি (মৃত্যু ৩৫ হাজার ৭০৭ জন), পেরু (মৃত্যু ৩১ হাজার ৩৬৯ জন), ফ্রান্স (মৃত্যু ৩১ হাজার ২৮৫ জন), স্পেন (মৃত্যু ৩০ হাজার ৪৯৫ জন) ও ইরান (মৃত্যু ২৪ হাজার ৩০১ জন)।
এছাড়া কলম্বিয়ায় ২৪ হাজার ২০৮ জন, রাশিয়ায় ১৯ হাজার ৪১৮ জন, দক্ষিণ আফ্রিকায় ১৫ হাজার ৯৫৩ জন, আর্জেন্টিনায় ১৩ হাজার ৫৩ জন, চিলিতে ১২ হাজার ২৮৬ জন, ইকুয়েডরে ১১ হাজার ৯০ জন, বেলজিয়ামে ৯ হাজার ৯৪৮ জন, ইন্দোনেশিয়ায় ৯ হাজার ৫৫৩ জন, জার্মানিতে ৯ হাজার ৪৭০ জন, কানাডায় ৯ হাজার ২১৭ জন, ইরাকে ৮ হাজার ৫৫৫ জন, বলিভিয়ায় ৭ হাজার ৬১৭ জন, তুরস্কে ৭ হাজার ৫০৬ জন, পাকিস্তানে ৬ হাজার ৪২০ জন, নেদারল্যান্ডসে ৬ হাজার ২৭৯ জন, সুইডেনে ৫ হাজার ৮৬৫ জন, মিসরে ৫ হাজার ৭৭০ জন, ফিলিপাইনে ৪ হাজার ৯৮৪ জন, বাংলাদেশে ৪ হাজার ৯৩৯ জন, চীনে ৪ হাজার ৬৩৪ জন, সৌদি আরবে ৪ হাজার ৪৮৫ জন, রোমানিয়ায় ৪ হাজার ৪৩৫ জন, ইউক্রেনে ৩ হাজার ৫৫৭ জন,গুয়াতেমালায় ৩ হাজার ১১৯ জন, পোল্যান্ডে ২ হাজার ২৯৩ জন, পানামায় ২ হাজার ২৫৭ জন, হন্ডুরাসে ২ হাজার ১৮৪ জন, ডোমিনিকান প্রজাতন্ত্রে ২ হাজার ৪৭ জন ও সুইজারল্যান্ডে ২ হাজার ৪৫ জনের প্রাণ কেড়েছে কোভিড-১৯ মহামারী।
বার্তা কক্ষ,২১ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur