Home / চাঁদপুর / চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২২৪৮
চাঁদপুরে করোনাে টেস্ট ল্যাব
চাঁদপুরে করোনাে টেস্ট ল্যাব

চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২২৪৮

চাঁদপুরে ২৪ ঘন্টায় আরো ৭জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ২জন, শাহরাস্তির ৩জন, কচুয়ার ১জন ও মতলব উত্তরের ১জন। একই দিনে করোনা থেকে মুক্ত তথা সুস্থ ঘোষণা করা হয়েছে ৮জনকে। এর মধ্যে চাঁদপুর সদরের ৩জন, মতলব দক্ষিণের ২জন, শাহরাস্তির ১জন ও ফরিদগঞ্জের ২জন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২৪৮জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৬জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়,২০ সেপ্টেম্বর, রোববার চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ৭৩টি রিপোর্ট আসে। এর মধ্যে ৭টি রিপোর্ট করোনা করোনা পজেটিভ। বাকী ৬৬টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২২৪৮জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৯০৯জন, ফরিদগঞ্জে ২৫৬জন, মতলব দক্ষিণে ২৪১জন, শাহরাস্তিতে ২২০জন, হাজীগঞ্জে ১৯৬জন, মতলব উত্তরে ১৯১জন, হাইমচরে ১৫১জন ও কচুয়ায় ৮৪জন।

জেলায় মোট ৭৬জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

বার্তা কক্ষ,২১ সেপেটম্বর ২০২০