করোনাভাইরাস প্রাদূর্ভাবের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামি ২৩ সেপ্টেম্বর থেকে ঢাকায় পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান।
তিনি জানান, ২৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট পরিচালনা করার প্রস্তুতি নিয়েছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আপাতত সপ্তাহে ২টি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে সংস্থাটিকে। পরবর্তীতে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করা হবে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চিন ছাড়া সব দেশের সঙ্গে নিয়মিত আকাশ পথে চলাচল বন্ধ করে দেয় সরকার। ১৬ জুলাই থেকে বেবিচক প্রাথমিকভাবে বিমান ও কাতার এয়ারওয়েজকে ঢাকা থেকে সীমিত আকারে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়।
বার্তা কক্ষ , ২০ সেপ্টেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur