চাঁদপুর মতলব উত্তর উপজেলার দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর সংলগ্ন কাচারী এলাকায় বেড়িবাঁধের ২শ’ মিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে।

চলতি মাসে মেঘনা নদীর পানি কম থাকলেও শুক্রবার বিকেলে পানি বেড়ে যায়। ফলে রাত সাড়ে ৯টার দিকে বেড়িবাঁধের ফরাজীকান্দি জনতা বাজার সংলগ্ন এলাকায় বাঁধ হঠাৎ নিচের দিকে দেবে যায়। বর্তমানে মেঘনা নদীর পানি বিপৎসীমার ৪.০৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
১৯ সেপেটম্বর শনিবার দুপুরে মতলব উত্তরের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ ভাঙনের স্থান পরিদর্শন করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নূরুল আমিন রুহুল। এসময় দ্রুত মেরামতের তাগিদ দেন তিনি।
পরিদর্শনকালে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, মেঘনা নদী থেকে বালু উত্তোলন করার কারণে ‘মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প’ এর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এর আগে, গত ১৫ বছরে আর দুইবার ভাঙন দেখা দেয়।
আমি নির্বাচিত হওয়ার পরে ধনাগোদা বাঁধ এলাকায় বালু উত্তোলন বন্ধ করলেও আগে বালু উত্তোলন করার জের এখন দেখা দিয়েছে। বাঁধের মেঘনা নদী এলাকার প্রায় ১৫-২০টি পয়েন্টে ভাঙনের ঝুঁকি রয়েছে।
এমপি রুহুল বলেন, বাঁধ রক্ষায় ইতোমধ্যে আমি দু’টি পৃথক ডিপিপি দিয়েছি। সেগুলো এখনো অনুমোদন হয়নি। তবে এখন যেহেতু ভাঙন দেখা দিয়েছে এবং গণমাধ্যমে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর হয়েছে, আশাকরি দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পানি ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার আলাউদ্দিন জানান, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন কাচারীকান্দি এলাকা দিয়ে মেঘনা নদী লাগোয়া মূল বাধে ভাঙন দেখা দেয়। অল্প সময়ের মধ্যে নদী তীরবর্তী অংশের ২০০ মিটার অঞ্চল ভেঙে নদীতে বিলীন হতে থাকে। পানি বাড়ার কারণে ভাঙন ক্রমশ বাড়তে থাকে এবং অল্প সময়ের মধ্যেই বাঁধের ব্যাপক অংশ ভেঙে যায়।
তিনি আরো বলেন, ভাঙনের খবর ছড়িয়ে পড়লে অল্প সময়ের মধ্যে সহস্রাধিক লোকজনের সমাগম ঘটে। কয়েক শতাধিক যুবক নিজ উদ্যোগে জনতা বাজার, চরমাছুয়া এলাকায় বাঁধ রক্ষার কাজে প্রস্তুত করে রাখা কয়েক সহস্রাধিক জিও ব্যাগ এনে বাঁধ রক্ষার কাজে নেমে পড়েন এবং অস্থায়ীভাবে বাঁধ রক্ষায় চেষ্টা চালান।
পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের আওতাধীন মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, হঠাৎ করেই বেড়িবাঁধে এ ভাঙন দেখা দিয়েছে। তবে ভাঙন এলাকায় পানি প্রবাহ বিপৎসীমার নিচে রয়েছে। বিষয়টি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সকাল থেকে বাঁধ রক্ষায় শ্রমিকরা কাজ করছে। আমাদের সব কর্মকর্তা এখন ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের এডিজি কাজী তোফায়েল আহম্মেদ, পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার চিফ ইঞ্জিনিয়ার জহির উদ্দিন আহমেদ, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, মতলব উত্তর থানার ওসি মোঃ নাসির উদ্দিন মৃধা, সাবেক ছাত্রনেতা অ্যাড. মহসিন মিয়া মানিক, উপজেলা শ্রকিলীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, প্রমূখ।
নিজস্ব প্রতিবেদক,১৯ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur