চাঁদপুর পৌরসভা নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পৌর নির্বাচন পরিচালনা কমিটির নিবার্চনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপেটম্বর মঙ্গলবার সন্ধ্যার পরে শহরের বিপনিবাগ ইসলামী আন্দোলনের কার্যালয়ে পৌর নির্বাচন পরিচালনায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সমন্বয়কারী কেএম ইয়াসীন রাশেদসানীর পরিচালনায় প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত (হাতপাখা) চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মামুনুর রশিদ বেলাল, ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ নেছার উদ্দিন, পৌর ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ ঢালী প্রমূখ।
নির্বাচনী প্রস্তুতি সভায় বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনায় বক্তারা বলেন, চাঁদপুর পৌর নির্বাচনে পীর সাহেব চরমোনাই এর মনোনীত প্রার্থীকে হাতপাখা মার্কায় বিজয় নিশ্চিত করতে প্রত্যেকটি ওয়ার্ড এর পাড়ায়-মহল্লায় সচেতন নাগরিক কমিটি গড়ে তুলতে হবে। সুদ ঘুষ দুর্নীতি মুক্ত পরিচ্ছন্ন পৌরসভা গঠনে জনসচেতনতা গড়ে তুলতে হবে। গণমানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের বিকল্প নেই।
এছাড়াও নির্বাচনী প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা আফসার উদ্দিন, জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ, চাঁদপুর ওলামা মাশায়েখ পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার আল-নোমান, জেলার যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাহাদী হাসান সহ ইসলামী আন্দোলন ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:মাজহারুল ইসলাম অনিক,১৬ সেপেটম্বর ২০২০
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur