Home / চাঁদপুর / চাঁদপুরে করোনা আক্রান্ত বেড়ে ২, ২০১ জন
চাঁদপুরে করোনাে টেস্ট ল্যাব
চাঁদপুরে করোনাে টেস্ট ল্যাব

চাঁদপুরে করোনা আক্রান্ত বেড়ে ২, ২০১ জন

চাঁদপুরে গত ২৪ ঘন্টায় আরো ৬জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ২জন, শাহরাস্তির ৩জন ও হাজীগঞ্জের ১জন। একই দিনে করোনা থেকে মুক্ত তথা সুস্থ ঘোষণা করা হয়েছে ৪জনকে।

এর মধ্যে চাঁদপুর সদরের ১জন, মতলব দক্ষিণের ১জন, মতলব উত্তরের ১জন ও হাজীগঞ্জের ১জন।জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২,২০১জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৬জন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

প্রাপ্ত সূত্রে মতে, চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ৯২টি রিপোর্ট আসে। এর মধ্যে ৬টি রিপোর্ট করোনা করোনা পজেটিভ। বাকী ৮৬টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২২০১জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৮৮৪জন, ফরিদগঞ্জে ২৫৪জন, মতলব দক্ষিণে ২৩৩জন, শাহরাস্তিতে ২১৫জন, হাজীগঞ্জে ১৯৬জন, মতলব উত্তরে ১৮৮জন, হাইমচরে ১৪৮জন ও কচুয়ায় ৮৩জন।

জেলায় ৭৬ জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

বার্তা কক্ষ , ১৪ সেপ্টেম্বর ২০২০
এজি