চাঁদপুর কচুয়া উপজেলার জগতপুর ক্লাস্টারের আয়োজনে জঙ্গি বিরোধী শিক্ষক সমাবেশ শনিবার (৩০ জুলাই) দুপুরে জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মিনহাজ উদ্দিন আহমেদ।
জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিপ্রা রাণী চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ কামরুজ্জামানের পরিচালনায় এসময় উপস্তিত ছিলেন, কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতিরি নবনির্বাচিহ মহিলা সহ-সভাপতি মাকসুদা বেগম, চাঙ্গিনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল আলম,৯৫ নং আশ্রাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আহম্মেদ, জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য জামাল হোসেন, সেলিনা আক্তারসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন চকরা সপ্রাবির সহকারী শিক্ষক আলী আশ্রাফ।
গীতা পাঠ করেন পিপল করা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডলি রাণী মজুমদার।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/04/Kobir-Mizi.jpg ” ] প্রতিবেদক- কবির হোসেন মিজি [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur