জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর তালিকার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ।
শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে জাতিসংঘের বিভিন্ন মিশনে ১১৯টি দেশের শান্তিরক্ষীরা কাজ করছেন।
এসব দেশের মধ্যে বাংলাদেশের ৬৭৩১ জন শান্তিরক্ষী মোতায়েন রয়েছে।
গত ১৭ জুলাই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ১৬০ জন কিউআরএফ (কুইক রি অ্যাকশন ফোর্স) মোতায়েনের মাধ্যমে বাংলাদেশ প্রথম স্থান অর্জন করেছে।
জাতিসংঘের হাল নাগাদ তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইথিওপিয়ার শান্তিরক্ষী রয়েছে ৬৬৬২ জন।
শান্তিরক্ষী প্রেরণে এই উপমহাদেশে দেশগুলোর মধ্যে ভারত রয়েছে পঞ্চম স্থানে। দেশটির ৫৩৫৩ জন শান্তিরক্ষী বিভিন্ন মিশনে মোতায়েন রয়েছে।
আর ষষ্ঠ স্থানে থাকা পাকিস্তানের শান্তিসেনা ৪৪৪০ জন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur