বিজয় টিভির ধামরাই প্রতিনিধি মো.জুলহাস উদ্দিনকে নির্মমভাবে হত্যা এবং কক্সবাজারে সময় সংবাদের প্রতিনিধি সুজাউদ্দীন রুবেলকে হত্যাচেষ্টাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে চাঁদপুরে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
৯ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে বিভিন্ন স্তরের অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। চাঁদপুর প্রেসক্লাব ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে উল্লেখিত ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, শহীদ পাটওয়ারী, বি এম হান্নান, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, সহ-সভাপতি রহিম বাদশা, লক্ষন চন্দ্র সূত্রধর, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল-ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক এম এ লতিফ প্রমুখ।
মানববন্ধনে জাতীয় ও স্থানীয় গনমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:শরীফুল ইসলাম,৯ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur