কচুয়া উপজেলার হাটমোড়া গ্রামে বিষধর সাপের কামড়ে রমিজা বেগম (৬৫) নামের এক বৃদ্বা নারীর করুন মৃত্যু হয়েছে।
৮ সেপেটম্বর সোমবার বিকালে হাটমোড়া গ্রামের মৃত: আব্দুল কুদ্দুছের স্ত্রী রমিজা বেগম তার বাড়ি থেকে পাশ্ববর্তী বাড়িতে ঝোপের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার পায়ে বিষধর সাপ কামড় দেয়।
এ সময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমিক চিকিৎসা শেষে পাশ্ববর্তী কুমিল্লার দাউদকান্দি (গৗরিপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতে ওই নারীর মৃত্যু হয়।
বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন সরকার ও স্থানীয় সাবেক ইউপি সদস্য নাছির উদ্দিন তালুকদার এ বিষয়টি নিশ্চিত করেছেন। ওই নারীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,৮ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur