Home / চাঁদপুর / চাঁদপুরে চলতি বছরে ডাল মসলা ভুট্টা চাষে ৫৪ লক্ষ টাকা বরাদ্দ
tK.....
প্রতীকী ছবি

চাঁদপুরে চলতি বছরে ডাল মসলা ভুট্টা চাষে ৫৪ লক্ষ টাকা বরাদ্দ

চাঁদপুর জেলার সকল উপজেলার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ২০২০-২১ অর্থবছরে ডাল তৈল বীজ ও ভুট্টা, মসলা চাষের জন্য ৫৪ লক্ষ টাকা কৃষকদের মাঝে বিতরণের জন্যে বরাদ্দ রাখা হয়েছে।

চাঁদপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে । প্রাপ্ত তথ্যমতে, সোনালী ব্যাংক ১২ লাখ টাকা, অগ্রণী ব্যাংক ২ লাখ টাকা , জনতা ব্যাংক ৫ লাখ টাকা এবং বাংলাদেশ কৃষি ব্যাংক ৩৫ লাখ টাকা বরাদ্দ রেখেছে।

ডাল,তৈলবীজ, মসলা জাতীয় ফসল ও ভুট্টা চাষে ৪% সরল সুদে এ ঋণ বিতরণ করার নির্দেশ রয়েছে।

এছাড়াও চাঁদপুরে জেলায় রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক শাখাগুলো ২০২০-’২১ অর্থবছরের ৩১২ কোটি ৪৭ লাখ ৬১ হাজার টাকা কৃষি ঋণ ও দারিদ্র বিমোচন খাতে বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংক সব চাঁদপুরস্থ ব্যাংকগুলোকে বরাদ্দ দিয়েছে।

বিশেষ করে স্বল্প সুদে ডাল জাতীয় ফসল,মসলা, তেলবীজ ও ভূট্টা উৎপাদনে ৪% সুদে ঔ ঋণ প্রদান করার সরকারি নিদের্শ রয়েছে ।

আবদুল গনি , ৫ সেপ্টম্বর ২০২০