Tuesday, 30 June, 2015 05:00:47 AM
স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দেবপুর বাস টার্মিনাল থেকে জামাতা লিটন চন্দ্র ধর (৩২) বেড়াতে এসে ৪দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে হাজীগঞ্জ থানায় লিটনের স্ত্রীর ভাই সুধীর চন্দ্র সুত্রধর একটি সাধারণ ডায়েরি করেছেন। হাজীগঞ্জ থানার সাধারণ ডায়েরি- নং ১৩২৬ তারিখ ২৭/০৬/২০১৫।
জানা যায়, লক্ষ্মীপুর জেলার চন্দ্রপুর গ্রামের দিনেশ চন্দ্র সূত্রধরের ছেলে লিটন চন্দ্র সূত্রধর গত ২৪ জুন হাজীগঞ্জ উপজেলার দেবপুর এলাকার চতন্তর গ্রামে শ্বশুর বাড়িতে স্ত্রী ও সন্তানসহ বেড়াতে আসেন।
গত ২৬ জুন সকাল ১০টায় লিটন চন্দ্র শ্বশুর বাড়ি হতে বেড় হয়ে দেবপুর স্টেশনে আসে। তারপর থেকে তাকে গত ৪দিন ধরে তাকে তার আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে পাওয়া যায়নি।
অবশেষে তার এ নিখোঁজ হওয়ায় তার স্ত্রীর বড় ভাই হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে লুঙ্গি ও নীল রঙের ফুল শার্ট ছিলো।
চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫।
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur