Tuesday, 30 June, 2015 04:03:26 AM
আন্তর্জাতিক ডেস্ক:
হয় বিয়ে না হয় মৃত্যু! এমন দাবি নিয়ে আদালতে হাজির হলেন ভারতের মহারাষ্ট্রের মুব্রা শহরের ২৫ বছর বয়সি এক নারী।
সন্ত্রাস ও নাশকতা কর্মকাণ্ড আইনে গঠিত বিশেষ আদালতে (টাডা কোর্ট) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবু সালেম নামের এক আসামিকে বিয়ের জন্য আবেদন করেছেন সায়্যেদ বাহার কাউসার নামের নারী।
ছয় পৃষ্ঠার আবেদনে বাহার কাউসার বলেছেন, ‘২০১৪ সালে লখ্নৌগামী একটি ট্রেনে আবু সালেমের সঙ্গে ধর্মমতে বিয়ে হয় আমার। কিন্তু বিয়ের বৈধ কাগজপত্র না থাকায় এ নিয়ে গুজব ছড়িয়েছে, যা আমার জীবনকে অতিষ্ঠ করে তুলেছে।’
আবেদনে তিনি আরো বলেছেন, ‘জীবন অনেক জটিল হয়ে পড়েছে। এই মুহূর্তে আবু সালেমকে আদালতে গিয়ে বিয়ে করা ছাড়া আমার কোনো গতি নেই। অন্যথায় আত্মহত্যা করতে হবে আমাকে।’
বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনকারী বাহার কাউসার আদালতের কাছে অনুরোধ জানিয়েছেন, আবু সালেমকে আধা ঘণ্টার জন্য ম্যাজিস্ট্রেটের সামনে আসার সুযোগ দেওয়া হোক। তার উপস্থিতিতে বিয়ের বৈধ কাগজপত্র তৈরি হলেই সে ফিরে যাবে। এ ছাড়া আদালতের কাছে তার কিছুই চাওয়ার নেই।
কিন্তু আদালত এ নিয়ে এখনো কোনো রায় দেননি। বিষয়টি নিয়ে ভারতের অধিকাংশ সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
চাঁদপুর টাইমস : ডেস্ক/এএস/ডিএইচ/২০১৫।
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur