গেল কয়েকদিনের অতি বৃষ্টির ফলে পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সৃষ্ট জলাবদ্ধতার কারনে পৌর এলাকার রাস্তা ঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। গত কয়েক দিন ক্ষতি হওয়া রাস্তা গুলো খুঁজে খুঁজে নিজে উপস্থিত থেকে মেরামত করছেন মেয়র মাহফুজুল হক।
৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সারাদিন পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের ভাটিরগাঁও প্রাথমিক বিদ্যালয় থেকে রামদাসের বাগ সড়কের যে সকল স্থানে পানি জমে জলাবদ্ধতা সৃষ্ঠি হয়েছে, সেই সকল স্থানে মেয়র মাহফুজুল হক নিজে উপস্থিত থেকে পাইপ দিয়ে পানি অপসারণ ও ভেঙ্গে যাওয়া রাস্তা ইট, বালি দিয়ে মেরামত করেন।
এ সময় মেয়র মাহফুজুল হক বলেন, যে সকল ওয়ার্ডে সৃষ্ট জলাবদ্ধতার কারনে রাস্তা ঘাটের ক্ষতি হয়েছে ক্রমান্বয়ে সকল রাস্তা মেরামত করা হবে। যাতে করে মানুষকে ভোগান্তিতে পড়তে না হয়। আমি চেষ্টা করে যাচ্ছি পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে রুপান্তর করতে। এ ক্ষেত্রে সকল শ্রেনী পেশার জনগণের সহযোগীতা প্রয়োজন।
প্রতিবেদক:শিমুল হাছান,৩ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur