করোনায় (কোভিড-১৯) আক্রান্ত পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে পরাজয়ের পর ইবিজার সমুদ্রসৈকতে অবসর সময় কাটাতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে করোনায় আক্রান্তের খবর পান তিনি।
ইবিজাতে নেইমারের সঙ্গে থাকা অ্যাঙ্গেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসের করোনায় আক্রান্ত হওয়ার কথা আগেই জানা গিয়েছিল। ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ এমন খবর প্রকাশ করে।
ওই প্রতিবেদনে বলা হয়, পিএসজির তৃতীয় খেলোয়াড় হিসেবে করোনায় আক্রান্ত হলেন নেইমার।
কোনো খেলোয়াড়ের নাম উল্লেখ না করলেও পিএসজি এক বিবৃতিতে জানায়, ‘পিএসজির তিন খেলোয়াড় কোভিড টেস্টে পজিটিভ হয়েছেন। তারা সবাই যথাযথ স্বাস্থ্য সুরক্ষার নীতি মেনে চলবেন। আগামী কয়েক দিনে সব খেলোয়াড় ও কর্মকর্তারই টেস্ট করা হবে।’
মূলত নেশনস লিগ শুরু হচ্ছে কাল। যে কারণে পিএসজির ইউরোপিয়ান খেলোয়াড়েরা কেউ জাতীয় দলে চলে গেছেন, কেউ আছেন ছুটিতে। তবে অ-ইউরোপীয় খেলোয়াড়দের এই সপ্তাহেও ছুটি দিয়েছিল পিএসজি। আর সে কারণেই ডি মারিয়া, পারেদেস, নেইমার সবাই একসঙ্গে ইবিজায় ছিলেন। তাদের সঙ্গে ছিলেন আন্দের এরেরা, মাউরো ইকার্দি ও কেইলর নাভাসও। কিন্তু এই ছুটিই কাল হলো পিএসজি’র জন্য।
বার্তা কক্ষ,৩ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur