শাহরাস্তির ফেরুয়া ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধনহয়েছে। ২ সেপ্টেম্বর বিকেলে সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ফেরুয়া বাজারে এর উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জোনের আইবিবিএল, ই ভি পি এন্ড জোনাল হেড মোঃ মাহবুব এ আলম।
এস ভি পি ইসলামী ব্যাংক লিমিটেড, হাজিগঞ্জ, মোঃ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ ইরান, সুচিপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, সুচিপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রশিদ, বাঞ্ছারামপুর টেকনিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক।
মোহাম্মদ সাঈদ আহমেদের উপস্থাপনায় সার্বিক সহযোগিতায় ছিলেন এস এইচ কে এন্টারপ্রাইজের প্রোপাইটার মোঃ হারুনুর রশিদ, মোহাম্মদ সেলিম মেম্বার, শাখা ব্যবস্থাপক মোঃ আবু ইউসুফ, আব্দুল জব্বার খোকা, আলোচনা সভায় বক্তারা বলেন ইসলামী ব্যাংক লিমিটেড আছে আপনাদের সাথে আজ এখন থেকে যেকোন সেবা নিতে আপনার পাশে আছে ইসলামী ব্যাংক লিমিটেড, সকল সুবিধা নিতে ইসলামী ব্যাংক লিমিটেডের সেবা দিতে আপনাদের দ্বারপ্রান্তে আলোচনা সভা শেষে এজেন্ট ব্যাংকের শাখা ফিতা কেটে উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
প্রতিবেদক : জামাল হোসেন, ৩ সেপ্টেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur