কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত ফিটনেসবিহীন ও নিবন্ধনহীন যান চলাচল তদারকি করে তা বন্ধের অভিযান চালিয়েছে জেলা টাস্কফোর্স কমিটি। পাশাপাশি বিভিন্ন সিএনজি পাম্পে অভিযান চালিয়েছে টাস্কফোর্স কমিটি।
২ সেপ্টেম্বর বুধবার বিকেলে পরিচালিত অভিযানে বিভিন্ন যানবাহান ও একটি সিএনজি পাম্পের বিরুদ্ধে মামলা দায়ে এবং জরিমানা আদায় করা হয়।
অভিযান কালে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাছান, কুমিল্লা বিআরটিএ’র সহকারী পরিচালক আবু আশ্রাফ ছিদ্দিক (মান্নান), রাজাস্ব কর্মকর্তা আব্দুল আওয়াল, বাংলাদেশ মালিক গ্রুপের মহাসচিব তাজুল ইসলাম, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী মোহাতের হোসেন, বাস-ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী হোসেন, হাইওয়ে পুলিশ পরিদর্শক শাকিল আহম্মেদ।
টাস্কফোর্স তদারকি ও যাচাই সাপেক্ষে চলাচলের অনুপযোগী ও অনিবন্ধিত যান আটক, জব্দ, ডাম্পিং করাসহ আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানায় টাস্কফোর্স।
প্রতিবেদক : জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ব্যুরো: ২ সেপ্টেম্বর ২০২০।।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur