চাঁদপুরের কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের মনপুরা, গুলবাহার ও চৌহমুনী বাজারে অতি বৃষ্টিতে ভেঙ্গে যাওয়া ভাঙ্গা রাস্তা সংস্কার করে দিলেন,স্বপ্নঘুড়ী ফাউন্ডেশনের সংগঠনের সদস্য’রা।
১ সেপেটম্বর মঙ্গলবার দিনভর ,স্বপ্নঘুড়ী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কাদলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. নূরে আলম রিহাতের নিদের্শে ও অর্থায়নে ওই সংগঠনের সদস্যবৃন্দ স্বেচ্ছাশ্রমে করে দেন। এসময় ,স্বপ্নঘুড়ী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক শাহপরান মজুমদার, হেলাল উদ্দিন খান, রাফিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ২০২০ সালে ,স্বপ্নঘুড়ী সামাজিক ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর থেকে কচুয়া তথা বিভিন্ন এলাকার নানামূখী কর্মকান্ড পরিচালনার মাধ্যমে স্থানীয়দের মন জয় করেছে। ভবিষ্যতেও সামাজিক উন্নয়নমূলক কাজের মাধ্যমে সংগঠনটি এগিয়ে যেতে চায়।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur