নিজেদের বসত ঘরের সামনে ‘মাদক বিক্রেতাদের’ হট্টগোল ও গাল মন্দ করতে নিষেধ করায় হামলাও ওই ঘরের স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছে। রেববার (৩১ জুলাই) বিকেল ৬টায় চাঁদপুর শহরের ৩নং কয়লা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিজ ঘরের সামনে এ হামলার ঘটনাটি ঘটে। আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে হিকিৎসাধীন রয়েছে।
আহতরা হলেনঃ ৩ নং কয়লা ঘাট এলাকার মো. হারুনুর রশিদ (৪৪) ও তার স্ত্রী সালমা (৩০)।
আহতরা জানায়, ‘তাদের শিশু রমাজান, বৃষ্টি ও আরমান পড়ালেখা করছিল। তাদের ঘরের সামনে পাশবর্তী মিলন মাদক বিক্রয় নিয়ে হৈ চৈ ও গালমন্দ করে শিশুদের পড়ালেখায় সমস্যা করে। তাদের বাবা-মা বাহিরে এসে মিলনকে হট্টগোল ও গালমন্দ না করতে বলে। ক্ষিপ্ত হয়ে মিলনের নেতৃত্বে রত্মা, আলআমিন (বিশু), স্বপ্না ও সবুজ হারুনুর রশিদসহ ক’জন মিলে সালমার ওপর হামলা করে। পরে মিলন ও সবুজ দেশীয় অস্ত্র দিয়ে হারুনুর রশিদকে নাকে আঘাত করলে অল্পের জন্য চোখ দুটি রক্ষা পায়।’
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তারা জানায়।