ঘড়ি কাটা রাত ১২ টা বাজলেই চাঁদপুরে হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের কাটাখাল এলাকায় বিভিন্ন উপজেলার থেকে জুয়াড়িরা এসে বসে পড়ে জুয়ার আসরে।
প্রতি রাতে চললে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা। সরেজমিনে এমন তথ্য ভেসে উঠে এলাকার কিছু লোক পাশ্ববর্তী উপজেলার জুয়াড়িদের নিমন্ত্রন করে এনে জুয়ার আসর বসে।
এ ব্যাপরে কাটাখাল লোকজন জানান, সেখানকার কাদিও চোকদারের নেতত্বে বুলবুলের দোকানে ভিতরে ১০/২০ জন জুয়ার আসরে বসেন।
স্থানীয় লোকজন জানান কাটাখালে প্রথমে বালুর বস্তায় বসে খেলতো এখন পানি ও বৃষ্টি হওয়ায় রাত ১২ টা হলেই বুলবুল দোকানে জুয়ার আসর বসে।
জুয়াড়ি নাম জানতে অনেকে ভয় বলতে চায় না তবে কাদিও চোকদারের নেতৃত্বে জুয়ার আসরে বসে মনু মিয়া মাঝি, মনু সরদার, মনির প্রধানীয়া, কাজল, কিরন প্রধানীয়াসহ বাহিরের লোকজন। এলাবাসীর দাবি জুয়ার আসর বন্ধ না হলে এ এলাকার যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। তাই জুয়ারীদের জুয়া খেলা বন্ধের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কমনা করছেন।
প্রতিবেদক:মোঃ ইসমাইল,৩১ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur