চাঁদপুর মতলব দক্ষিণে নারায়নপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের আকবর আলী প্রধানীয়া বাড়ির মিজান প্রধানের বসতঘরসহ তিনটি ঘর অগ্নিকাণ্ড ভস্মিভূত হয়েছে।
এতে দু’লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি ও প্রায় ১৫ লক্ষ টাকার জিনিসপত্র আগুনে পুড়ে যাওয়া থেকে উদ্ধার করা গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার থেকে জানা গেছে।
আজ ২৭ আগস্ট বৃহস্পতিবার ভোর ৬ টায় এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিভাতে গিয়ে মিজান প্রধানসহ আরও তিন ব্যক্তি আহত হয়।
জানা যায়, ওই দিন ভোরে মিজান প্রধানের স্ত্রী তাদের বসতঘরের কোণে আগুনের কুন্ডলী দেখে ডাক চিৎকার দিলে বাড়ির ও আশপাশের লোকজন আসে। মুহুর্তের মধ্যে আগুন পাশের দু’টি রান্না ঘরে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা উপস্থিত হয়। পরে তাদের ও স্থানীয় জনগনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার আসাদুজ্জামান নূর বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে আগুনে পুড়ে যাওয়া থেকে প্রায় ১৫ লাখ টাকার জিনিসপত্র উদ্ধার করা যায়।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,২৭ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur