চাঁদপুরের ফরিদগঞ্জের কৃতি সন্তান, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য, দেশ বরেণ্য মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ ইসমাঈল হোসেন বেঙ্গল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ ২৬ আগস্ট বুধবার সকালে এ তথ্য জানায় তার পারিবারিক সূত্র।
বর্তমানে মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন বেঙ্গল রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা অবনতির দিকে যাওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হতে পারে। ইসমাইল হোসেন বেঙ্গল দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস ও কিডনী জনিত রোগে ভোগছিলেন।
বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং মুক্তিযুদ্ধে রাজধানী ঢাকার বেঙ্গল প্লাটুনের কমান্ডার ছিলেন। তার আশু রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
প্রতিবেদক:শিমুল হাছান,২৬ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur