প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের দ্রুততম মানব ও আটবারের অলিম্পিকজয়ী কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট। জ্যামাইকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে , ২১ আগস্ট শুক্রবার নিজের ৩৪ তম জন্মদিন সেলিব্রেট করেছেন উসাইন বোল্ট। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সামাজিক দূরত্ব এবং সুরক্ষা বিধির তোয়াক্কা না করেই করোনার মাঝে জনসমাগম। রাতভর চলে বোল্টের জন্মদিনের পার্টি।
যেখানে হাজির ছিলেন ক্রিস গেইলের মতো তারকা ক্রিকেটারও। জন্মদিন উদযাপনের পরের দিনই করোনা পরীক্ষা করান বোল্ট।
করোনার মাঝে জন্মদিন উদযাপন করায় বোল্টের তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা। আর তারপরেই বোল্টের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলো। ইতিমধ্যেই বোল্টের সংস্পর্শে যারা এসেছেন তাদেরও কোভিড টেস্ট করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
বার্তা কক্ষ,২৫ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur