চাঁদপুরে টানা বৃষ্টি আর জোয়ারের কারণে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে জনদুর্ভোগে পড়েছেন শহরবাসী।
গত শনিবার রাতভর অভিরাম বৃষ্টি হয়েছে। বৃষ্টি আর জোয়ারের পানিতে শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড, নাজির পাড়া, প্রফেসরপাড়া, মমিনপাড়া, রহমতপুর কলোনী, চাঁদপুর সরকারি কলেজ রোড, মুক্তিযোদ্ধা সড়ক, ট্রাক রোড, পালবাজার, কালীবাড়িসহ শহরের নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে।
চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো.শোয়েব জানান, চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় ৮১ মিলি মিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে রোববার ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
শহরবাসী জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা দেখা দেয়। মূলতঃ পানি নিষ্কাশন ব্যবস্থা সঠিকভাবে কাজ না করা এবং অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির কারণে এই অবস্থার সৃষ্টি হচ্ছে।
বিষ্ণুদী মাদরাসা রোডের বাসিন্দারা বলেন, বৃষ্টির পানি সড়কে জমে থাকার কারণে চলাচলে চরম দুর্ভোগে পোহাতে হয়। ড্রেনেজ নিষ্কাশন না করার কারণে ড্রেন থেকে ময়লা পানি বের হয়। এই পানি মাড়িয়ে আমাদের নিয়মিত চলাচল করতে হয়।
শরীফুল ইসলাম , ২৩ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur