চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুকুরপাড়ে বড়শিতে মাছ ধরতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ২১ আগস্ট শনিবার বিকালে উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের সাকচিপাড়া খালেক সরদারবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম ইব্রাহীম হোসেন (৫)। সে হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের সাকচিপাড়া খালেক সরদারবাড়ির শাহ আলমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পুকুরপাড়ে বড়শি হাতে ছিল শিশু ইব্রাহীম হোসেনের। পরে সেই বড়শি টান দিতে গিয়ে পিছলে পানিতে পড়ে ডুবে যায়। তাকে উদ্ধার করে প্রথমে বাকিলা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক সোয়েব আহম্মদ চিশতী জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
স্টাফ করেসপন্ডেট,২৩ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur