করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল। তিনদিন আগে এ তারকা করোনা টেস্ট করান এবং রেজাল্ট পজিটিভ আসে।
শুক্রবার দুপুরে এস আই টুটুল তার অফিসিয়াল ফ্যান পেজে এক পোস্টের মাধ্যমে খবরটি জানান। তিনি বলেন, তিনদিন আগে আমি করোনা টেস্ট করিয়েছি এবং টেস্ট এর রেজাল্ট পজিটিভ এসেছে।
এস আই টুটুল জানান, তিনি এখন তার বাসায় আইসোলেশনে আছেন। সকলের কাছে এ শিল্পী দোয়া চেয়ে লিখেছেন, সবাই আমার জন্য একটু দোয়া করো।
এমন পোস্টের পর তার সুস্থতা কামনা করে মন্তব্য করছেন সাধারণ ভক্ত শ্রোতা থেকে শুরু করে সহকর্মী শিল্পীরাও।
কণ্ঠশিল্পীর পাশাপাশি টুটুল একজন সুরকার, গীতিকার ও অভিনয়শিল্পী। বর্তমানে নিজের ব্যান্ড নিয়ে ব্যস্ত থাকলেও তিনি ব্যান্ডগুরু আইয়ুর বাচ্চুর সাথে দীর্ঘদিন কাজ করেছেন। ছিলেন ‘এলআরবি’র শুরুর দিকের সদস্য।
বিনোদন ডেস্ক,২২ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur