চাঁদপুর শহরের কয়লা ঘাট এলাকার বস্তিতে খালার ঘরে গিয়ে জয়নাল ছৈয়াল (১৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
১৯ আগস্ট বুধবার বিকেল অনুমানিক ৪টারস সময় আক্কাস আলরী স্কুল অসংলগ্ন ৩ নং কয়লাঘাট বস্তিতে এই ঘটনা ঘটে। গলায় ফাঁস দেয়া যুবক ওই এলাকার হারুন ছৈয়ালের ছোট ছেলে। ৩ ভাই ২ বোনের মধ্যে জয়নাল সবার ছোট। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
এলাকাবাসী জানায়, জয়নাল ছৈয়াল ঢাকা যাত্রাবাড়ি এলাকায় মাছের আড়তে চাকুরি করতো। মঙ্গলবার সে চাকুরি থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে। দুপুর পর্যন্ত সে বাড়ির সামনের রেল লাইনের পাশে গাছের নিচে বসে ছিল। ওই সময়ে জয়নালকে বেশ চিন্তিত দেখাচ্ছিল।
এলাকাবাসী আরো জানায়, সেখান থেকে গিয়ে বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে কোনো এক সময় জয়নাল ছৈয়াল তার ঘরের পাশে খালার ঘরে গিয়ে আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
স্বজনরা বিষয়টি দেখতে পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশকে খবর দেয়। সাথে সাথে মডেল থানার এএসআই মিরাজ সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত জয়নাল ছৈয়ালের পরিবারের অনুরোধে স্থানীয় জনপ্রতিনিধিরা মানবিক দিক বিবেচনা করে পুলিশ প্রসাশনের সাথে আলোচনা করে লাশ ময়না তদন্ত ছাড়া দাফনের ব্যবস্থা করে।
প্রতিবেদক:আশিক বিন রহিম,১৯ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur