চাঁদপুর, মতলব শ্রীরায়েরচর-ঢাকা সড়ক পথ প্রস্তুত ও বাঁক সরল করে জেলা মহাসড়ককে উন্নতি করার লক্ষে ৫২৪ কোটি ৩৭ লাখ টাকার একটি মেগা প্রকল্প অনুমোদন করেছে সরকার। এর ফলে ঢাকার সঙ্গে চাঁদপুরের সড়ক দূরত্ব কমে আসবে প্রায় ৭২ কিলোমিটার। প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
১৮ আগস্ট মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন করা হয়েছে।
দাউদকান্দি-গোয়ালমারী-শ্রীরায়েরচর (কুমিল্লা)-মতলব উত্তর (ছেংগারচর) জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নতিকরণ সহ এই প্রকল্পে খরচ হবে ৫২৪ কটি ৩৭ লাখ টাকা। প্রকল্পটি চলিত বছর জুলাই মাস থেকে ২০২৩ সালের জুন সময়ে বাস্তবায়নকাল ধরা হয়েছে। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ অনুমোদন দেয়া হয়। এতে করে চাঁদপুরসহ আশেপাশে জেলাগুলো এ সড়কপথের সুবিধা পাবে।
চাঁদপুর,মতলব বাসীর দীর্ঘদিনের এই আশা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরন করায় চাঁদপুর-২ সংসদীয় আসন এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক ও সেতু মন্ত্রীকে মতলব বাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,১৯ আগস্ট ২০২০