Home / চাঁদপুর / বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের প্রণোদনা দিচ্ছে
vagetables
প্রতীকী ছবি

বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের প্রণোদনা দিচ্ছে

চাঁদপুর জেলার ৮ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদেরকে স্বল্পমেয়াদী বা মধ্যমেয়াদী গ্রীস্মকালীন শাক-সবজির বীজ প্রণোদনা হিসেবে প্রদান করা হবে ।

রোববার ১৬ আগস্ট কৃষি সম্প্রসারণ বিভাগ, চাঁদপুরের উপ-সহকারী কৃষিবিদ নরেশ চন্দ্র এ তথ্য জানান।

প্রাপ্ত তথ্যমতে জানা যায় , চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় ১ হাজার ৫শ ক্ষতিগ্রস্থ কৃষকদেরকে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ প্রণোদনা হিসেবে প্রদান করা হবে।

চাঁদপুরের ৩ উপজেলায় ৩ একর জমির আপদকালীন কমিউনিটি বীজতলা ও ২ শ টি ভাসমান বীজতলার কৃষকদের মধ্যে প্রণোদনা হিসেবে বিতরণ করা হবে । ফরিদগঞ্জ, মতলব উত্তর, ও কচুয়ায় এসব বীজতলা রয়েছে বলে উপ-সহকারী কৃষিবিদ নরেশ চন্দ্র জানিয়েছেন ।

এদিকে চাঁদপুরে কৃষি বিপণনে দিনব্যাপি ৫০ কৃষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। চাঁদপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে কৃষি বিপণন শক্তিশালীকরণ ও বিষমুক্ত শাকসবজি বাজারজাতকরণে করণীয় সম্পর্কে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কৃষি বিপণন অধিদপ্তরের উপ-সচিব শাহনাজ বেগম নীনা ও সঞ্চালনা করেন জেলা মার্কেটিং অফিসার রেজাউল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ ইউসুফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও কৃষি অধিদপ্তর উপ-পরিচালক আবদুর রশিদ।

আবদুল গনি , চাঁদপুর , ১৬ আগস্ট ২০২০