১৬ আগস্ট থেকে দুবাই বিমানবন্দরে বন্ধ হচ্ছে করোনা রেপিড টেস্ট। বাংলাদেশের পতাকাবাহী বিমানে বাংলাদেশগামী যাত্রীদের ১৬ তারিখ থেকে বাইরে করোনা টেস্ট করতে হবে।
১২ আগস্ট বাংলাদেশ বিমানের দুবাই অফিস থেকে রিজিওনাল ম্যানেজার দিলীপ কুমার চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রেপিড টেস্ট অথবা করোনা সনদ হাসপাতাল থেকে গ্রহণ করতে হবে। এক্ষেত্রে রেপিড টেস্টের জন্য দুবাইয়ের আল নাহদায় শাবাব আল আহলি ফুটবল ক্লাব নির্ধারণ করা হয়েছে।
৭২ ঘণ্টা পূর্বে পাসপোর্ট সঙ্গে নিয়ে রেপিড টেস্ট করতে হবে। বিজ্ঞপ্তির ভাষ্যমতে, পূর্বে বিমান বাংলাদেশের যাত্রীদের জন্য রেপিড টেস্ট বন্ধ থাকলেও এখন থেকে করতে হবে।
বার্তা কক্ষ,১৫ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur