রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক (আইইডিসিআর) মীরজাদী সেব্রিনাকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।
অবশ্য অধ্যাপক মীরজাদীকে অতিরিক্ত মহাপরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর সংবাদ ব্রিফিং করতেন অধ্যাপক মীরজাদী। তখন থেকেই তিনি আলোচনায় আছেন। পরে অবশ্য স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত সুলতানা নাসিমা সুলতানা স্বাস্থ্য বুলেটিন ঘোষণা করতেন। তবে সেই বুলেটিন বুধবার থেকে বন্ধ হয়েছে।
ঢাকা ব্যুরো চীফ,১৩ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur