শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতাসহ নিহত সকলের স্মরণে মুজিববর্ষের যে বৃক্ষরোপনের কর্মসূচি গ্রহন করেছে সরকার, তারই অংশ হিসেবে চাঁদপুর বৃক্ষরোপন করা হলো। আপনার বাড়ি কিংবা আঙ্গিনায় কোন জায়গা খালি না রেখে ফলজ, বনজ ও ঔষধী গাছ লাগাবেন। আমাদের দেশের পরিবেশের ভারসাম্য ও স্বাস্থ্য সুরক্ষায় বৃক্ষরোপন উত্তম একটি কাজ। পরিবেশ যদি ভালো থাকে আমারা ও নতুন প্রজন্মের জন্য সেটি উত্তম।
মন্ত্রী বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশান অনুযায়ী আমরা বৃক্ষরোপন কর্মসূচি পালন করছি। পানি উন্নয়ন বোর্ড যে উদ্যোগ গ্রহন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আশা করি এই কর্মসূচি সারাদেশে সফলভাবে বাস্তবায়ন হবে। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা চাঁদপুর সদর ও হাইমচরে সফলভাবে এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করতে পারবো।
১২ আগস্ট বুধবার বিকেল ৩টায় টেলি কনফারেন্সের মাধ্যমে বাগাদী পাম্প হাউজে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে সারা দেশের ন্যায় চাঁদপুরেও বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। এসময় মন্ত্রীর পক্ষে বৃক্ষরোপন করেন পানি সম্পদ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মুসা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. জামাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর এর আয়োজনেউদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ড চঁাদপুরের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক বিভাগ) মো. রুহুল আমিন, নির্বাহী প্রকৌশলী (মেঘনা ধনাগোদা) পওর বিভাগ মামুন হাওলাদার, উপ বিভাগীয় প্রকৌশলী মো. পারভেজ, মো. মঞ্জুরুল হক ভুঁইয়া, উপ সহকারী প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান ভূঁইয়া, মো. জুয়েলভুঁইয়া ও মো. নুজরুল ইসলাম।
উপসহকারী প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান ভূঁইয়া জানান, আজকে উদ্বোধনী দিনে পাম্প হাউজ এলাকাসহ রিংবাধে ৩৭০টি বৃক্ষ রোপন করা হবে। এই ৩৭০টিসহ সর্বমোট চঁাদপুরে দেড় হাজার বৃক্ষরোপন করা হবে।
প্রতিবেদক:আশিক বিন রহিম,১২ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur