করোনা পরিস্থিতিতে তরুণ শিক্ষার্থীদের (যারা পড়াশোনার পাশাপাশি কাজও চালিয়ে যেত) ৭৩ শতাংশ এখনো শিক্ষা কার্যক্রমের বাইরে। কোভিড সংক্রমণের পরপর এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। দুরশিক্ষণ কিংবা অনলাইনে শিক্ষা কার্যক্রমেও তারা সংযুক্ত হতে পারেনি।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এক জরিপে এ তথ্য ওঠে এসেছে। গতকাল জরিপ প্রতিবেদনটি বিশ্বব্যাপী একযোগে প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, করোনার প্রভাবে তরুণ এসব শিক্ষার্থীর মধ্যে কাজ হারিয়েছে প্রতি ছয় জনে এক জন শিক্ষার্থী। ১৮ থেকে ২৪ বছর বয়সি এসব শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি বিভিন্ন কাজে যুক্ত ছিলেন। এখনো যেসব শিক্ষার্থী কাজে যুক্ত আছে তাদের কর্মঘণ্টা কমেছে। এছাড়া আয় কমেছে ৪২ শতাংশ শিক্ষার্থীর।
প্রতিবেদনে বলা হয়, জরিপে নেওয়া ৬৫ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন, কোভিডে তাদের শিক্ষণ কার্যক্রম কমে গেছে। ৫১ শতাংশ শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম বিলম্বিত হবে বলে শঙ্কায় আছেন। ৯ শতাংশ মনে করে তারা শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়তে পারে।
প্রতিবেদনে বলা হয়, কোভিডের কারণে যুবকদের তুলনায় যুবারা উত্পাদনশীলতা এবং পেশাগত জীবনে বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত। শিক্ষাগত, পেশাগত জীবনে ক্ষতি মানসিক স্বাস্থ্যেও প্রভাব ফেলেছে। এসব তরুণদের ১৭ শতাংশ হতাশাগ্রস্ত।
ঢাকা ব্যুরো চীফ,১২ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur