আমি কীভাবে তাঁকে নিয়ে স্মৃতিচারণ করবো, সে ভাষা হারিয়ে ফেলেছি। আমি বাকরুদ্ধ । ২০১৯ সালের ডিসেম্বরের আগে কখনো কল্পনাও করি নি ইকরাম চৌধুরীর মতো একজন বিদগ্ধ, প্রাজ্ঞ সাংবাদিক নেতার সাথে আমি চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবো। আবার দায়িত্ব গ্রহণের পর এটাও এক মুহূর্তের জন্যও ভাবনায় আসে নি মাত্র দুই মাসের মতো সময় তাঁকে আমি সশরীরে পাশে পাবো।
এখানেই শেষ নয়। ৭ মাস ৭ দিনের মাথায় আমি আমার সুযোগ্য সভাপতি ইকরাম ভাইকে চিরদিনের মতো বিদায় জানাবো তাও ছিলো কল্পনার বাইরে। তাঁর মতো যোগ্য নেতার পাশে থেকে কাজ করার সৌভাগ্য আমার বেশিদিন হলো না। এটাই আমার সবচেয়ে কষ্টের, বেদনার।
সে যাই হোক। মহান স্রষ্টার বিধানকে মেনে নিতেই হবে। তাঁকে যেনো রাব্বুল আলামিন জান্নাতবাসী করেন।
আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক, চাঁদপুর প্রেসক্লাব
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur