চাঁদপুর যুব উন্নয়ন বিভাগ ২০১৯- ২০২০ অর্থবছরের জুন পর্যন্ত ৭৩৪ জন প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক ব্যক্তিকে প্রশিক্ষণ প্রধান অপ্রাতিষ্ঠানিক ৩,৯৩০ জনকে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দিয়েছে। এদের মধ্যে ৬২৩ জন আত্মনির্ভরশীলতা অর্জন করেছে।
এ ছাড়াও স্বাবলম্বী হতে প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে ৪৯৭ জন বিভিন্ন কাজে ১ কোটি ৮৫ লাখ ৯৮ হাজার টাকা ঋণ প্রদান করে । প্রশিক্ষণগুলো হলো ; গরু মোটাতাজাকরণ, কৃষি, নার্সারি, মৎস্য চাষ, পোল্ট্রি ফার্ম, তৈরি হস্তশিল্প ও গবাদি পশু পালন ইত্যাদি। ৮ উপজেলার বিভিন্ন ইউনিয়ণের বেকার-যুবক-যুবতীরা এ প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী বলে একজন কর্মকর্তা জানান।
প্রসঙ্গত, উন্নয়নের মূলধারায় যুবসমাজকে সম্পৃক্ত করতে সরকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন প্রকল্প কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে যুবসমাজকে তথ্যপ্রযুক্তির বিভিন্ন কারিগরি বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে প্রশিক্ষণ কে কাজে লাগিয়ে তারা যাতে খামার স্থাপন করতে পারে সেজন্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে শুরু থেকেই জুন ২০১৯ পর্যন্ত সারাদেশে ২১ লাখ ৯২ হাজার ৪০ জনকে আত্মকর্মী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে । পাশাপাশি অশিক্ষিত যুবকদের অনেকেই দেশ-বিদেশে কর্মসংস্থান লাভ করেছে।
আবদুল গনি , ৮ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur