Home / চাঁদপুর / চাঁদপুর-রায়পুর ও মতলব সেতু থেকে যা রাজস্ব আদায় হলো
চাঁদপুর-রায়পুর ও মতলব সেতুর

চাঁদপুর-রায়পুর ও মতলব সেতু থেকে যা রাজস্ব আদায় হলো

চাঁদপুর-রায়পুর ও মতলব সেতু থেকে ২০১৯- ২০২০ অর্থবছরের রাজস্ব আদায় করেছে সরকার প্রায় ২ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকা। চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ ৫ আগস্ট বুধবার চাঁদপুর টাইমসকে এ তথ্য জানান।

সওজ সূত্র জানায় ‘ চাঁদপুর-রায়পুর সেতু এর সাথে চুক্তি হয় ১৩ জুলাই ২০১৮ এবং চুক্তির মেয়াদ ৩০ জুন ২০২১ । রাজস্বের পরিমাণ হচ্ছে ৭ কোটি ৮০ লাখ ৫৭ হাজার টাকা। এ অর্থবছরে ঠিকাদার এ পর্যন্ত পরিশোধ করেছে ২ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা ।

’মতলব সেতুর টোল আদায়ে ঠিকাদারের সাথে চুক্তি হয় ১ জানুয়ারি ২০১৯ । মেযাদ হলো ৩০ জুন ২০২১ । টাকার পরিমাণ ২ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা। ৩০ জুন ২০২০ পর্যন্ত ঠিকাদার প্রদান করেছে ৫৫ লাখ ২০ হাজার টাকা ।

স ও জ বিভাগের ঔ কর্মকর্তা আরো জানান , দু’শ মিটারের বেশি সেতুর টোল আদায় করার সরকারি নির্দেশ রয়েছে । চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ ও চাঁদপুর পুরান বাজার সেতুর টোল আদায়ে জনপ্রতিনিধিদের অনুরোধে ও জনসস্বার্থে টোল আদায় বন্ধ রাখা হয়েছে বলে তিনি জানান।
আরো পড়ুন- দীর্ঘ ১৩ বছরেও চাঁদপুর-রায়পুর সেতুর টোল বন্ধ না হওয়ার রহস্য

প্রতিবেদক- আবদুল গনি , ৭ আগস্ট ২০২০