ঈদ শেষে ঢাকা যাওয়া লঞ্চ যাত্রীদের স্বাস্থ্যবিধি মানা ও লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
৬ আগস্ট বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত চলাকালে এম. ভি. রফ রফ-২ লঞ্চকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরল মোর্শেদ।
জানা যায়, বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী ধারণ করে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা
দেয় এম. ভি. রফ রফ-২। এসময় অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ ১৯৭৬ অনুযায়ী অতিরিক্ত যাত্রী ধারণ করার অপরাধে উক্ত লঞ্চের মাস্টার মোঃ হারুনুর রশিদ(৫৫) কে ৫ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় উপস্থিত ছিলেন পেশকার মোঃ জহিরুল ইসলাম, পুলিশ ও কোস্ট গার্ডের ফোর্সের সদস্যবৃন্দ। ভবিষ্যতে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
প্রতিবেদক:আশিক বিন রহিম, ৬ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur