বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর।
৪ আগস্ট মঙ্গলবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুক কবির খান বলেন, মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মান্নান। রবিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি একমাত্র মেয়ে মেহরাজ মান্নান ও তার স্বামী ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম এবং তাদের এক ছেলে ও এক মেয়েসহ অনুসারীদের রেখে গেছেন।
তার মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক জানানো হয়। সাবেক এই আমলা গত রবিবার অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে
তিনি হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। মান্নান সাহেবের শারীরিক অবস্থা আগের মতোই আছে। বাবার অসুস্থতার খবর শুনে লন্ডন থেকে আব্দুল মান্নানের মেয়ে মেহরাজ মান্নান ও তার স্বামী ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম আগেই ঢাকায় আসেন।
বার্তা কক্ষ, ৪ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur