Home / চাঁদপুর / চাঁদপুর পুরাণবাজারে পশুর হাটে পুলিশের মাস্ক বিতরণ
চাঁদপুর পুরাণবাজারে

চাঁদপুর পুরাণবাজারে পশুর হাটে পুলিশের মাস্ক বিতরণ

করোনাভাইরাস সংক্রমণ রোধে চাঁদপুর শহরের পুরাণবাজার পশুর হাটে ফাঁড়ির পুলিশের উদ্যোগে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

২৯ জুলাই বুধবার দুপুরে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্য মো. মাসুদ হোসেন ওচমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠের
পশুর হাট পরিদর্শন করেন।

এসময় তিনি পশুর হাটের আয়োজক এবং আগত ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পশুর হাটে আসা লোকজনকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রেখে হাটে পশু দাঁড় করানো, বৃদ্ধ ও শিশুদেরকে পশুর হাটে না আসতে অনুরোধ করেন। এছাড়াও আইনশৃঙ্খলা বজায় রাখাসহ, জঙ্গীদের বিষয়ে এবং অজ্ঞান পার্টি ও মলম পার্টি থেকে সকলকে সর্তক থাকার জন্য পরামর্শ দেন।

এসময় উপস্থিত ছিলেন, ওচমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মো. তাজুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো. জসিম উদ্দিন, চাঁদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আছলাম গাজী, যুবলীগ নেতা মো. মোবারক বেপারী প্রমুখ।

প্রতিবেদক:আশিক বিন রহিম,২৯ জুলাই ২০২০