চাঁদপুর সদরে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে মাকসুদুর রহমান নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। ২৯ জুলাই বুধবার সকালে সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া গ্রামের শেখ বাড়িতে এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত মাকসুদুর রহমান ওই বাড়ির আবুল হোসেনের পুত্র।স্বজনরা জানায় বুধবার সকালে মাকসুদুর রহমান বাড়ির একটি পুকুরে জাল দিয়ে মাছ শিকার করছিলেন। ওই সময় তিনি যখন পুকুরে জাল মারতে ছিলেন তখন উপরে থাকা একটি বিদ্যুতের তার ছিঁড়ে গাছের সাথে পড়েছিল। যখন তিনি পুনরায় পুকুরে জাল মারতে ছিলেন তখন তার হাত উপরে থাকা বিদ্যুৎতের ছেঁড়া তারের লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
এতে সে গুরুতর আহত হয়ে পড়লে স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালের বারান্দায় নিহতদের লাশ পড়ে থাকতে দেখা যায়।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২৯ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur