কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে লবণ বোঝাই ট্রাক ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
আজ রোববার দুপুর ১২টার দিকে বুড়িচং উপজেলার ময়নামতি হরিনধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয়রা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুর ১২টার দিকে মহাসড়কের হরিণধরা পল্লীবিদ্যুৎ সাব-স্টেশনের সামনে কুমিল্লা ক্যান্টনম্যান্টগামী একটি যাত্রীবাহী লেগুনার সাথে সিলেটগামী লবণ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন জন নিহত হয়। পরে কুমিল্লা ময়নামতি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ময়নামতি ক্রসিং থানার অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন জানান, ‘দুর্ঘটনা কবলিত দুটি গাড়িটি ও মরদেহ উদ্ধার করা হয়েছে।’
বার্তা কক্ষ, ২৬ জুলােই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur