চাঁদপুরের ফরিদগঞ্জে হু-হু করে বেড়েই চলছে করোনা আক্রানের সংখ্যা। উপজেলা কমিনিউটি হেলথ কেয়ার প্রোভাইটর (সিএইচসিপি) সহ ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তরা হচ্ছেন, কমিনিউটি হেলথ কেয়ার প্রোভাইটর (সিএইচসিপি) ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্ল্যা গ্রামের পুরুষ (৩৮), ৮ নং পাইকপাড়া দক্ষিন ইউনিয়নের পুরুষ (৩৪), তার স্ত্রী (২৪), একই ইউনিয়নের সাহাপুর গ্রামের যুবক (২২), ১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি গ্রামের পুরুষ (৩২), ৯নং গবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামের নারী (৩০) এর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
শুক্রবার (২৪ জুলাই) ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ তথ্য নিশ্চিত করা হয়। এদিকে আজ স্বাস্থ্য কমপ্লেক্সে আসা ১৩ টি রিপোর্টের মধ্যে ৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
এ নিয়ে ফরিদগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৫ জনে।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী জানান, শক্রবার দুপুরে আসা ১৩টি রিপোর্টের মধ্যে ৬টি রিপোর্টই পজিটিভ আসে। এ পর্যন্ত পাওয়া ৫২৫ টি রিপোর্টের মধ্যে ৪৭৮ জনের রিপোর্ট এসেছে এর মধ্যে ১১৮৫ জনের করোনা পজিটিভ হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৩ জন মারা গেছেন এবং ১১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া ৪৭ জনের রিপোর্ট অপেক্ষমান রয়েছে।
প্রতিবেদক : শিমুল হাছান, ২৪ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur