ভারতের কলকাতা থেকে আসা সিমেন্টের কাঁচামাল ফ্লাই অ্যাশ বোঝাই এমভি ইজ্জাহ-৩ নামে একটি জাহাজ চাঁদপুরের মেঘনায় প্রবল স্রোতে পড়ে ডুবে গেছে।
মঙ্গলবার ২২ জুলাই সন্ধ্যার আগে চাঁদপুর সদরের হরিণা এলাকায় মেঘনা নদীতে ডুবে যায় এ জাহাজটি।
দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ড, চাঁদপুর স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জাহাজটির ১৪ নাবিককে উদ্ধার করেছে।
চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে.এএসএম লুৎফর রহমান জানান,ভারতের কলকাতা থেকে ৫ দিন আগে এমভি ইজ্জাহ-৩ নামে এ জাহাজটি ৮৬০ মেট্রিক টন ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশের মেঘনাঘাটের উদ্দেশে রওয়ানা করে।
জাহাজটি মঙ্গলবার চাঁদপুরের মেঘনা নদীর হরিণা এলাকায় পৌঁছালে তীব্র স্রোতের মুখে পড়ে নদীতে নোঙ্গর করে। পরে স্রোতের চাপ বেড়ে গেলে এটির নোঙ্গর ছিড়ে পাশের অন্য দু’টি জাহাজের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। উদ্ধার হওয়া নাবিকরা সবাই নিরাপদে আছেন বলে
তিনি জানান ।
বার্তা কক্ষ , ২২ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur