ভূমি অফিসে ফুলের টবে নান্দনিক ছোঁয়া। এটি চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনের স্থান। যেখানে একসময় ছিলো অন্ধকারছন্ন পরিবেশ। যার কারনে ভূমি অফিসের এই স্থানটি অনেকেরই তেমন চোখে পড়তো না।
জানা যায় এসিল্যান্ড ইমরান হোসেন সজিব এর উদ্যোগে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনের পরিত্যাক্ত এই স্থানটিতে নানা প্রজাতির ফুলের টব বসিয়ে দৃষ্টি নন্দিত করে তোলেন তিনি। যেখানে সামনের স্থানটিতে এস, এস, স্টীলের পাইপে ঝুলন্ত ভাবে শোভা পাচ্ছে বাহারি রঙের এই ফুলের টব গুলো। যা দেখলে যে কারোই দৃষ্টি কেড়ে নিবে।
পরিত্যাক্ত অন্ধকারছন্ন নোংরা এই জায়গাটি এখন ঘাস আর ফুলের হাসিতে নান্দনিকতার ছোঁয়া পেয়েছে। এ যেনো কোন এক বিনোদন মুলক পার্ক কিংবা কোন হোটেলের দৃশ্য। চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ ক্যাপে কর্ণারের পেছনে থাকা ভূমি অফিসের সামনের এই স্থানটি এখন শহরবাসির যে কারোই দৃষ্টি কেড়ে নেবে।
প্রতিবেদক:কবির হোসেন মিজি,১৭ জুলাই ২০২০