সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে শাহরাস্তি উপজেলা জাতীয় পার্টি ও পৌর জাতীয় পার্টির আয়োজন এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
১৪ জুলাই মঙ্গলবার বাদ আছর শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা জামে মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ শাহজালাল, পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ জায়েদ মোরর্শেদ, সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন, উপজেলা জাতীয় যুবসংঘতির সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ, উপজেলা জাতীয় পার্টির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, মিলাদ মাহফিলে অতিথি হিসেবে ছিলেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আলাউদ্দিন আলো।
উপজেলা জাতীয় পার্টির সদস্য মোঃ আমির হোসেন, মোঃ রুহুল আমিন সহ উপজেলা ও পৌর জাতীয় পার্টির নেতৃবৃন্দ। মিলাদ মাহফিলে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ এর মৃত্যুতে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ হাবিব উল্লাহ।
প্রতিবেদক:মোঃ জামাল হোসেন,১৪ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur