চাঁদপুর পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম (বার)সহ অন্যান্য পুলিশ সদস্যদের সুস্থতায় এবং নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর মডেল থানা জামে মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন চাঁদপুর সদর মডেল থানা মসজিদের ইমাম মোঃ ইসমাইল হোসেন।
এ সময় চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ নাসিম উদ্দিন, ওসি (তদন্ত) মোঃ হারুনুর রশিদ, ওসি (ইন্টিলেজেন্টস) আব্দুর রব, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ, সাধারন সম্পাদক ওমর ফারুক, পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি শেখ মনিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক রোটাঃ জামাল হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৯ জুন চাঁদপুর পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম (বার) এর করোনা ভাইরাস রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেদক:মাজহারুল ইসলাম অনিক,৭ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur