Home / চাঁদপুর / চাঁদপুৃরে দু-পক্ষের অরাজকতা সৃষ্টির অভিযোগে ২শ’ জনের বিরুদ্ধে মামলা
চাঁদপুৃরে দু-পক্ষের অরাজকতা, চাঁদপুর শহরের পুরানবাজারে, চাঁদপুর শহরের পুরানবাজারে

চাঁদপুৃরে দু-পক্ষের অরাজকতা সৃষ্টির অভিযোগে ২শ’ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুর শহরের পুরানবাজারে আধিপত্য বিস্তার এবং মাদককে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ ও অরাজকতা সৃষ্টির অভিযোগে ৫৮ জনের নাম উল্লেখ করে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত নামা আরো ২শত ১জনের নাম রয়েছে। পুরানবাজার পুলিশ ফাঁড়ির এসআই লিটন চন্দ্র সিংহ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার ১৪৩/১৪৭/ ১৪৮/ ৩২৩/৪২৭/৩৭৯/৩৮০/৫০৬ পিসি ধারা । মামলার নাম্বার-০৫, তারিখ: ৩/০৭/২০২০।

এ মামলায় এ পর্যন্ত এজহারভুক্ত ২জন আসামীকে আটক করা হয়েছে বলে চাঁদপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী জানিয়েছেন। তিনি জানান, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত হচ্ছে। এজহারভুক্ত অন্যান্য আসামীদেরও গ্রেফতারের প্রক্রিয়া চলছে ।

মামলার এজাহারনামীয় আসামীরা হলো :শাহাদাত পাটওয়ারী,পিতা-মৃত আলী হোসেন পাটওয়ারী,জাহাঙ্গীর খন্দকার,পিতা-ইব্রাহিম খন্দকার,রাসেল পাটওয়ারী, পিতা-মৃত আলী হোসেন পাটওয়ারী, হেলাল ফরাজী, পিতা-দেলোয়ার হোসেন ফরাজী,ইয়াছিন মিজি, পিতা-মৃত খোরশেদ মিজি, দেলোয়ার হোসেন দেলো, পিতা-মৃত আবুল খন্দকার, মিলন হাওলাদার, পিতা-আবুল হাওলাদার, কালু মুন্সি,পিতা-নুরু মুন্সি,মাসুদ প্রকাশ কালা মাসুদ, পিতা-হাফেজ মিজি,মো: হুমায়ুন ফরাজি, পিতা-দেলোয়ার হোসেন ফরাজি,আবুল মিজি, পিতা-হাফেজ মিজি,

হাফেজ মিজ, পিতা-অজ্ঞাত,মিন্টু হাওলাদার পিতা-বাবুল হাওলাদার, রুবেল হোসেন, পিতা-বাবুল হোসেন, ভাসানি, পিতা-চান্দু খা,সুজন মির্জি, পিতা-খোরশেদ মিজি, মুরাদ মিজি, পিতা-মোহাম্মদ মিজি,আরিফ, পিতা-দেলোয়ার হোসেন দেলো।

রাশেদ, পিতা-মোহাম্মদ আলী,রাজু, পিতা-মোহাম্মদ আলী, বধু পাটওয়ারী, পিতা-মৃত সরবত পাটওয়ারী,খোকা শরিয়তপুরী, পিতা-শশুর সেলিম,সবুজ হাওলাদার, পিতা-সাজু হাওলাদার, শাহাদাত, পিতা-জসিম, সুমন ফকির, পিতা-জয়নাল ফকির,মো: বাবুল মিজি, পিতা-হাফেজ মিজি, সর্ব সাং-মধ্যম শ্রীরামদী, কবরস্থান রোড,জহির খান, পিতা-খালেক খান প্রকাশ খালেক চোরা, সাং-মেরকাটিজ রোড।

সোহেল ঢালী, পিতা-দেলু ঢালী, সাং-রিফিউজি কলোনী,সোহেল মিয়া, পিতা-মনা বেপারী মনা চোরা, সাং-রিফুজী কলোনী, রসুর দোকানের পিছনে, পুরান বাজার,সবুজ, পিতা-হাসান,মনছুর, মো: রমজান মিজি,বাচ্চু মিজি, হাবিব মিজি, সর্ব পিতা-মৃত নুরু,

অমিত সাহা, পিতা-বরুন সাহা, খালেক খান প্রকাশ খালিক্কা চোরা, পিতা-মৃত মনু খান, জাকির খান , পিতা- খালেক খান, রাব্বি ছৈয়াল, পিতা-রহিম ছৈয়াল, নুরে আলম বিষু , পিতা- খালেক হাওলাদার,হৃদয় স্বর্নকার, পিতা- শামীম স্বর্নকার,

রনি, পিতা-মইজ্জা, সোহেল বেপারী, পিতা-ছিডু বেপারী,আরিফ গাজী, পিতা- কচি গাজী, ফজলা, পিতা- কালু,সোহাগ খান, পিতা-আব্দুল মজিদ খান, রফিক বেপারী ভুট্টো, পিতা- জয়নাল বেপারী, হোমিও লিটন , পিতা-রুহুল আমিন, সর্ব সাং-মেরকাটিজ রোড, শিমুল ঘোষ, পিতা-পবন ঘোষ, সাং-ঘোষপাড়া, আল আমিন গাজী , পিতা-ইদ্রিস গাজী, সাং-মধ্যম শ্রীরামদী,

সোহাগ পাটওয়ারী, পিতা-কালু পাটওয়ারী, শরীফ ছৈয়াল, পিতা-মৃত খোরশেদ, উভয় সাং-মেরকাটিজ রোড, জহির মাঝি, পিতা-মৃত চারু মাঝি, সাং-কবরস্থান রোড, নূরমোহাম্মদ পাটওয়ারী, পিতা-সায়েদ আলী পাটওয়ারী,মোবারক প্রাধানীয়া, পিতা-মিনাজ উদ্দিন প্রধানিয়া, উভয় সাং- মোম ফাক্টরী।

কালু কোররানী, পিতা-আ: খালেক কুররানী, সাং-মধ্য শ্রীরামদি,কামরুল পাটওয়ারী, সাইফুল পাটওয়ারী, উভয় পিতা-নুর মোহাম্মদ পাটওয়ারী, সোহাগ প্রধানীয়া, পিতা-মোবারক প্রধানিয়া, সর্ব সাং, উভয় সাং-মোম ফেক্টরী, সর্ব থানা ও জেলা- চাঁদপুরসহ অজ্ঞাতনামা আরো ২০১জন।

৫ জুলাই রোববার চাঁদপুর মডেল থানা সূত্রে মামলার এ তথ্য নিশ্চিত করেছে।

উল্লেখ্য, চাঁদপুর শহরের পুরানবাজার মেরকাটিজ রোডে ২৯ জুন রাত সাড়ে ৮ টায় মাদক বিক্রির ঘটনায় দু’গ্রুফের সংঘর্ষে পথচারী শামিম গাজী (১৮) নামে এক যুবক নিহত হয়ছে। সংঘর্ষ চলাকালীন সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১০ রাউন্ড সর্টগানের গুলি ছুড়ে। এসময় প্রতিপক্ষের ইটের আঘাতে নিহত শামিমের মাথায় ও ঘাড়ে আঘাত লাগে। বাড়িতে প্রাথমিক চিকিৎসা শেষে শামিম অতিরিক্ত বমি করলে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখলে শামিমকে ঢাকা মেডিকেলে প্রেরন করে। গত মঙ্গলবার সকাল ৬ টায় সে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মৃত্যুবরন করেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম,৬ জুলাই ২০২০