চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি মো.কামরুল ইসলাম ভূইয়া (৪৮) আর বেঁচে নেই। (ইন্নালিল্লাহি… রাজিউন)।
৬ জুলাই রোববার দিনগত রাত দেড়টায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়ে এবং স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
কামরুল ইসলাম ভূইয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও লিভার ক্যান্সারসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন। কয়েক মাস আগে তিনি ভারতে চিকিৎসা নিয়েছেন।
মরহুমের পরিবার সূত্রে জানা যায়, ঢাকায় গোসল শেষে চাঁদপুরে নিয়ে আসার জন্যে প্রস্তুতি নেয়া হচ্ছে। চাঁদপুর লক্ষ্মীপুর জানাযা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে। লাশ দাফনের জন্যে ইসলামী আন্দোলন বাংলাদের চাঁদপুর জেলা দাফন টিম প্রস্তুত রয়েছে।
এদিকে কামরুল ইসলাম ভূইয়ার মৃত্যুরে নিজ এলাকা এবং দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
প্রসঙ্গত,কামরুল ইসলাম ভূইয়া চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি ছাড়াও জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি নিজ এলাকায় বহু সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।
প্রতিবেদক:আশিক বিন রহিম,৬ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur