চাঁদপুর ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আরও ২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা হচ্ছেন ১৫ নং রুপসা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূইয়া ও ফরিদগঞ্জ পৌর সভার কাছিয়াড়া গ্রামের মোজাম্মেল হোসেন।
২৫ জুন বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ তথ্য নিশ্চিত করে। এদিকে, নতুন দুই জন সহ ফরিদগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে।
এদিকে, গত এক সপ্তাহ ধরে ফরিদগঞ্জে করোনার নমুনা সংগ্রহ করা হলেও কোন রিপোর্ট আসেনি। যার কারনে এলাকাবাসী ক্ষোভ ও হতাশা প্রকাশ করে।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আশরাফ আহমেদ চৌধুরী জানান, ফরিদগঞ্জে বৃহস্পতিবার দুপুরে আসা দুটি রিপোর্টই পজিটিভ আসে। এপর্যন্ত পাওয়া ৩৫৪ টি রিপোর্টের মধ্যে ৬৪ জনের করোনা পজিটিভ। আক্রান্তদের মধ্যে ৭ জন মারা গেছেন এবং ৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া ৭৬ জনের রিপোর্ট অপেক্ষমান রয়েছে।
প্রতিবেদক:শিমুল হাছান,২৫ জুন ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur