Home / চাঁদপুর / চাঁদপুর শহরে যুবক অপহরণের ঘটনায় আটক ১
ইয়াবাসহ মাদক ব্যবসায়ী
Arrest-pic

চাঁদপুর শহরে যুবক অপহরণের ঘটনায় আটক ১

চাঁদপুর শহরের চিত্রলেখার মোড়ে ভ্যারাইটিজ রাসেলের বাসা থেকে অপহৃত যুবক জহির মোল্লাকে উদ্ধার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

এ ঘটনায় এসআই (উপ পরির্দশক) মনির হোসেন ও সংঙ্গীয় সদস্যরা জিহান (১৯) নামের এক অপহরণকারীকে আটক করেছে।

২২ জুন সোমবার আদর্শ মুসলিম পাড়া থেকে ২২ ঘণ্টা পর তাকে জীবিত উদ্ধার করা হয়।

জহির মোল্লা সদর উপজেলার বাগাদী ইউনিয়ন নিজ গাছতলা এলাকার মৃত আঃ হাফেজ মোল্লার ছেলে। সে পেশায় একজন ব্যবসায়ী।

আটক জিহান শহরের আদর্শ মুসলিম পাড়ার সাহেদ রেহান অরফে কালুর ছেলে।

উদ্ধার হওয়া জহির মোল্লা জানায়, গত রোববার সন্ধ্যায় আমি বাগাদী চৌরাস্তায় দাড়িঁয়ে বন্ধুর সাথে কথা বলার সময় চাঁদপুর থেকে আসা একটি মোটরসাইকেল আমার সামনে থামানো হয়। মোটরসাইকেলে থাকা জিহান ও আবদুল্লাহ কিছু বুঝে উঠার আগে আমাকে টি শার্টের কলার ধরে মটরসাইকেলে উঠার জন্য বলে। পরে আমাকে একটি টিপ ছুরি ধরে মোটরসাইকেল করে শহরের চিত্রলেখা মোড়ের স্বর্ণ বিতানের বিপরীত পাশে ভ্যারাইটিজ রাসেলের বাসায় নিয়ে আসে। পরে আমাকে জিহান, আবদুল্লাহ ও রাসেলসহ সকলে কিল, ঘুষি, লাথি দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। একপর্যায়ে তারা বৈদ্যুতিক শকের হুমকি দিয়ে ৩টি খালি ১শ টাকার স্ট্যাম্প এনে স্বাক্ষর করে নিয়ে যায়।

এছাড়া পরিবারের কাছ থেকে মটরসাইকেল দিবে বলে ১ লক্ষ ২০ হাজার টাকার মুক্তিপনের টাকা দাবি করা হয়। এর মধ্যে সোমবার সকালে প্রচণ্ড ক্ষুধা লাগার কথা বলায় ২টি পরোটা তারা খাওয়ায়।

উদ্ধার হওয়া জহির মোল্লার বড় ভাই খোরশেদ আলম বাবুল মোল্লা জানায়, জহিরকে রোববার সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সোমবার জহিরের বন্ধু ফয়সাল আমাকে বিষয়টি জানালে আমি পুলিশের সহায়তায় রাসেলের বাড়ি থেকে আমার ছোটভাইকে উদ্ধার করি।

অভিযুক্ত ভ্যারাইটিজ রাসেল ছোট ছোট কিশোর ও যুবকদের দিয়ে শহরের বিভিন্নস্থানে নানা অপকর্ম ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে। তার ভাইদের বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে আদালত হুলিয়া জারি করে মালামাল ক্রোকেরও নির্দেশ দেয়।

চাঁদপুর মডেল থানার ওসি মোঃ নাসিম উদ্দিন জানান, আটককৃতের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্টাফ করেসপন্ডেন্ট, ২৩ জুন ২০২০